পোর্টওয়ালেট সম্পর্কে

পোর্টওয়ালেট একটি পেমেন্টগেইটওয়ে যার মাধ্যমে ব্যবসায়িরা তাদের অনলাইন ব্যবসা বৃদ্ধি করতে পারেন। আপনাদের ক্রেতারা সহজে ও নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে পারবে। পেমেন্ট হতে পারে দেশী বা আন্তর্জাতিক ক্রেডিট বা ডেভিট কার্ডের মাধ্যমে।

ইন্টারনেটের জন্য অর্থনৈতিক অবকাঠামো

অনলাইনে পেমেন্ট নেয়ার ক্ষেত্রে পোর্টওয়ালেট বাংলাদেশে সবচেয়ে ভালো ও সহজ উপায়। পোর্টওয়ালেটের লক্ষ্য অনলাইন ব্যবসা পরিচালনা ও লেনদেন প্রক্রিয়া সহজ করার মাধ্যমে ইন্টারনেট ব্যবসার অবকাঠামো বৃদ্ধি করা।

কোড

পোর্টওয়ালেট তৈরী হয়েছে ডেভেলপার , নির্মাতা ও ক্রেতাদের জন্য। পোর্টওয়ালেট সুরক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখে ও নূন্যতম ধাপের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে ব্যবহাকারীদের দেয় শ্রেষ্ঠ অভিজ্ঞতা। পোর্টওয়ালেট বাংলাদেশের প্রথম পেমেন্টগেইটওয়ে যা ব্যবসায়ীদের একটি এপিআই দিচ্ছে সহজ সংযোগের জন্য। পোর্টওয়ালেট এমন ভাবে তৈরী করা হয়েছে যেন ব্যবসায়ীরা বিদ্যমান কোড পরিবর্তন না করেই এতে নতুন বৈশিষ্ট্য সংযোগ, পরিবর্তন ও পরিবর্ধন করতে পারেন। এই দুই স্বতন্ত্র বৈশিষ্ট্য পেমেন্টগেইটওয়ে সংযোগের ক্ষেত্রে ব্যবসায়ীদের দেয় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান।

পূর্বকথা

ব্যবসায়ী ও ব্যবহারকারীদের উন্নত সেবা দানের মাধ্যমে বাংলাদেশের ই-কমার্স শিল্পের রূপদান ও বৃদ্ধির লক্ষ্যে পোর্টওয়ালেটের যাত্রা শুরু।

প্রতিষ্ঠান

পোর্টওয়ালেট ডেভলপ করেছে পোর্টনিক্স লিমিটেড। বাংলাদেশের ঢাকায় ভিত্তিক পোর্টনিক্স একটি প্রযুক্তি পরামর্শ প্রতিষ্ঠন। আমাদের বিশেষত্ব ওয়েব ও সফ্টওয়্যার ডেভলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল মার্কেটিং। আমাদের সম্পর্কে আরো জানুন www.portonics.com


আমি অনলাইনে পেমেন্ট নিতে চাই। যোগাযোগ করুন।